ব্রেকিংঃ

নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে ভোলায় মানববন্ধন

এম রহমান রুবেল :

নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে ভোলায় শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি পেশ করেছে । মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশনের আয়োজনে ভোলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি পেশ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সম্পাদক আবুল কালাম বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাইফুদ্দিন, মোঃ হিরণ, নজরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সাথে প্রায় ৩৮ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করেন। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা চার চার বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করেন। শিক্ষার প্রসারে বর্ষের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের হাতে একযোগে বিনা মূল্যে পাঠ্য পুস্তক তুলে দেয়া হচ্ছে। শিক্ষক কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সরকার পে-স্কেল, বার্ষিক শতকরা ৫ভাগ বেতন ভাতা বৃদ্ধি, বৈশাখী ভাতাসহ বাড়ি ভাড়া ৫গুন ও চিকিৎসাভাতা দ্বিগুন করা হয়েছে। সম্প্রতি ১৯৯টি তার পরবর্তীতে আরো ৭০টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন ঘোষনা করা হয়েছে। এ সরকার যে শিক্ষা বান্ধব এসব তারই প্রমান। এছাড়াও নারী শিক্ষা বিস্তারে প্রাথমিক বৃত্তি, উপবৃত্তির সংখ্যা দ্বিগুন ও অর্থের পরিমান বৃদ্ধি, ¯œাতক স্তর পর্যন্ত উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়নসহ মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত। বক্তারা ক্ষোভের সাথে বলেন, শিক্ষা ব্যবস্থার এত উন্নয়ন করা হলেও এসব সুবিধা থেকে এমপিওভুক্ত না হওয়ার কারণে দীর্ঘ ১০ থেকে ২০ বছর যাবৎ ২৫ লক্ষাধিক শিক্ষার্থীদের পাঠদানকারী প্রায় লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন-যাপন করছে। যা অত্যান্ত কষ্টকর, বেদনাদায়ক ও অমানবিক। বার বার প্রতিশ্রুতি দিয়েও তাদের এসব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করন হচ্ছে না। তাই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এমপিওভুক্তির ক্ষেত্রে দীর্ঘসুত্রতা লাঘব করে দ্রুত সময়ে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়ার আবেদন জানান সেই সাথে তাদের দাবী মানা না হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন। মানববন্ধনে ভোলা জেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক অংশগ্রহণ করেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।