ব্রেকিংঃ

সাংবাদিক জুন্নু রায়হানের পিতার কুলখানি অনুষ্ঠিত

এইচ আর সুমন :

দৈনিক বাংলার কণ্ঠের বার্তা সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি ও নাজিউর রহমান কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুন্নু রায়হানের পিতা মাওলানা মোঃ রহুল আমিন এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইস্রাফিল, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এনায়েত উল্লাহ, ভোলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক কিরন তালুকদার, জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি আমিররুল ইসলাম রতন, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাকসুদুর রহমান, আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহানজেব আলম চৌধুরী, হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসার অধ্যক্ষ আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাসান তৌফিক রিহিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী সদস্য মিজানুর রহমান মাসুদ প্রমুখ।
উল্লেখ্য, ১৫ এপ্রিল সোমবার রাত ১২টা ১৫ মিনিটের সময় ভোলা সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে তিনি বাসায় হঠাৎ বুকে ব্যাথ্যা অনুভব করলে তিনি অসুস্থ্য হয়ে পড়েন তারপর রাত ১২ টার দিকে ভোলা সদর হাসপালে নেয়া হয়। এসময় তাকে দ্রুত অক্সিজেন ও ইসিজির মাধ্যমে পরীক্ষা-নীরিক্ষা করা হয়। রাত সোয়া ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর ভোলা শহরের বাংলা স্কুল মাঠে জানাযা শেষে বাপ্তা ভোটের ঘর সংলগ্ন মরহুমেরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।