ব্রেকিংঃ

সিরাজদিখানে “বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন”

সিরাজদিখান প্রতিনিধি,মুন্সিগঞ্জ থেকে্ :

মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে  বুধবার মুন্সীগন্জ জেলার সিরাজদিখান উপজেলার খাসকান্দি উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম  শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। বিদ্যালয়ের উদ্যেগে ও ব্রুনাইস্থ বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সভাপতি এবং খাসকান্দি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব লিয়াকত আলী সরকারের সহযোগীতায় দিবসটি পালন করা হয়। বিদ্যালয় প্রাংগনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক মন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য,গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গগন অংশগ্রহন করেন। অনুষ্ঠানের কর্মসূচীর অংশ হিসেবে ছিল অনানুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করন, এক মিনিট নীরবতা পালন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা,প্রার্থনা করা হয়। আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা  বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন।  তারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মহান নেতার অসামান্য অবদানের কথা স্মরন করেন। তারা ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্যের নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন এবং সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করেন। সভাপতির বক্তবে লিয়াকত আলী সরকার বলেন, বঙ্গবন্ধুকে হত্যাকরার মাধ্যমে ঘাতকেরা মূলত মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ ও রুপকল্পকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তাদের হীন উদ্দেশ্য সফল হয়নি। তিনি বলেন হত্যাকারীরা শুধু তাঁর জীবন নিতে পেরেছে,কিন্তু বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, সমতা ভিত্তিক ও বহুমুখী সোনার বাংলা ধ্বংস করতে পারেনি।

জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে খাসকান্দি উচ্চ বিদ্যালয় প্রাংগনে ছাত্র/ছাত্রী,এলাকাবাসী, এলাকার গরীবদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেন সভাপতি লিয়াকত আলী সরকার। একই সংগে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সকল শহীদের আত্বার মাগফিরাত এবং শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।