ব্রেকিংঃ

রাশিয়ার এস-৪০০ কিনলেই নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দফতর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনলে বিশ্বের যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপাতে পারে ওয়াশিংটন।

ওয়াশিংটনে এক ব্রিফিংয়ের সময়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাওয়ার্ট। তিনি জানান, রুশ এস-৪০০ মার্কিন মিত্র দেশগুলো কেনার বিরোধিতা করছে ওয়াশিংটন। এরআগে, রুশ রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবোরোনএক্সপোর্ট জানিয়েছে, আগামী বছর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ন্যাটোভুক্ত দেশ তুরস্কে রফতানি করার কাজ শুরু হবে। এস-৪০০ কেনার জন্য রাশিয়া এবং তুরস্ক ২০১৭ সালে একটি ঋণচুক্তি সই করেছিল। এস-৪০০ কেনার জন্য এ চুক্তি অনুযায়ী আংকারাকে সহায়তা করবে রাশিয়া। অবশ্য এ চুক্তি করার পর ওয়াশিংটনের ক্রোধের মুখে পড়েছে আংকারা। এ ছাড়া, ভারত এস-৪০০ কেনার চুক্তি করবে বলে আগে জানানো হয়েছে।

পরবর্তী প্রজন্মের বিমান প্রতিরক্ষা হিসেবে পরিচিত এস-৪০০ দিয়ে ৪০০ কিলোমিটার বা আড়াইশ মাইল ব্যাসার্ধের মধ্যে উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।