ব্রেকিংঃ

ভোলার ২টি স্কুল সহ সারা দেশে ৪৩টি বেসরকারি বিদ্যালয় সরকারিকরন

মোঃ আরিয়ান আরিফ :

ভোলার চরফ্যাশনের চরফ্যাশন টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় ও মনপুরার হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ দেশে মোট ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এসব প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একটি, গত ১৪ মে একযোগে ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এছাড়া, গত ২৮ আগস্ট ১২টি, ৭ মে ১২টি, ২১ মে ২৪টি, গত ১১ এপ্রিল ২১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।