স্টাফ রির্পোটার ॥
৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ভোলা জেলা ভোলা ক্রীড়া অফিসের আয়েজনে ভোলা সরকারী স্কুল মাঠে দেশীয় খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভোলায় উন্নয়ন মেলার সমাপনি দিবসে ভোলা জেলা ক্রীড়া অফিস এই ব্যতিক্রমি ক্রীড়া অনুষ্ঠানের আয়েজন করে। খেলায় মেয়েদের লাপ-দড়ি এবং ছেলেদের মোড়গ লড়াই খেলা অনুষ্ঠিত হয় । ব্যাতিক্রমি খেলা দেখার জন্য শত শত মানুষ ভীড় করে । খেলা পরিচালনার র্সাবিক দায়িত্ব পালন করেন ভোল জেলা ক্রীড়া অফিসার মো: আজিম হোসেন ও ক্রীড়া অফিসের অফিস সহায়ক রিয়াজ হোসেন। খেলা পরিচালনায় র্সাবিক সহযোগিতা করেন ভোলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হামিদা বেগম , ভোলা টাউন কমিটি স্কুলের সহকারী শিক্ষক পলাশ ।
খেলা শেষে পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয় ।এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিমনার (আরডিসি) রুহুল আমিন , এনডিসি নুরে আলম সিদ্দিকি, জেলা তথ্য অফিসার আহসান হাবিব ,সহকারী কমিশনার খান আবদুল্লাহ প্রমুখ ।
এ সময় অতিথিরা বলেন আমাদের দেশের হারিয়ে যাওয়া গ্রামীন খেলা গুলো এক সময় এদেশের মানুষের অনেক আনন্দ দিত । কিন্তু বর্তমানে কালের পরির্বতনে এই খেলাগুলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে । বর্তমান সরকার আমাদের জাতীয় ঐতিয্য এই দেশিয় খেলাগুলোকে টিকিয়ে রাখার জন্য খেলা গুলোকে পূনরায় চালু করতে উদ্দ্যোগি হচ্ছে । আমাদের কোমলমতি শিক্ষার্থিদেরে মাদক , জঙ্গিবাদ , সন্ত্রাস হতে দুরে রাখতে হলে আরো বেশি বেশি এই সমস্থ দেশিও খেলার আয়োজন করতে হবে ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল