ব্রেকিংঃ

জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে চিঠি

জনতার বানী ডেক্স।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী যেসব নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন, তাঁদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে ‘গৌরব ৭১’ নামে একটি সংগঠন।

আজ শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় সংগঠনটি।

সংগঠনটির সাধারণ সম্পাদক এফ এম শাহিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সংবিধানের সঙ্গে জামায়াতের দলীয় গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় হাইকোর্ট দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল করেছে। এ ছাড়া একাত্তরের ভূমিকার জন্য দলটিকে ‘ক্রিমিনাল দল’ আখ্যায়িত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে। এই দলটির শীর্ষ পদে স্বাধীনতা বিরোধীদের থাকা উচিত নয়।

এমন অবস্থায় জামায়াতের শীর্ষ নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশন যাতে এমন ব্যবস্থা করে যাতে জামায়াতের এই প্রার্থীরা কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।

জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে এর আগে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে পদযাত্রা বের করে নির্বাচন কমিশনে যায় ‘গৌরব ৭১’ সংগঠনের সদস্যরা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।