ব্রেকিংঃ

ভোলায় ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি আতংকে সাধারন জনতা

জনতার বানী ডেক্স :

 ভোলায় চল হছে জাল টাকার ছড়াছড়ি। এই জাল টাকার ছড়া ছড়ির কারনে ভোলার সর্ব মহল ও সাধারন জনতার মধ্যে আতংকের ছড়া ছড়ি দেখা যায়। ঈদকে সামনে রেখে জালনোট ছড়িয়ে দিতে এখন থেকেই প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছেন ভোলা শহরের আনাচে কানাচে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নগদ টাকা লেনদেনের সময় এক হাজার ও ৫০০ টাকার জালনোট ছড়িয়ে দিচ্ছেন এই দুস্ট চক্র বাহিনী। ভোলার বিভিন্ন স্থানে সু কৌশলে ছড়িয়ে দিচ্ছে এই জাল নোট । সাম্প্রতিক সময়ে ভোলায় জাল টাকার বিস্তার বেড়ে যাওয়ায় প্রায়ই প্রতারিত হয়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ অসহায় মানু্ষগুল। ব্যবসায়ীরাও নগদ টাকার লেনদেনে জাল টাকা পেয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে প্রতিবেদক কে। এক সূত্রে যানা যায় ভোলা শহরের এক সিনিয়র সাংবাদিক জাল টাকার প্রতারণায় প্রতারিত হন। তিনি আরো বলেন এখন থেকে যদি প্রশাসন সক্রিয় ভূমিকা পালন না করে।তাহলে আমার মতন ভুক্তভোগী হবেন ভোলার অসহায় জনগনগুলো। অসহায় মানুষের অভিযোগ অচিরেই যেন এই প্রতারক চক্রের বিরুদ্ধে যাতে করে প্রশাসন এই বিষয় নজরে এনে আইনের মাধ্যমের তাদের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহন করেন। জাল টাকার ছড়া ছড়ির মুল চক্রের সমস্ত মূল হোতাদের আইনের আওতায় এনে তাদেরকে দিস্ট্রান্ত মুলোক শাস্তি দেওয়া হোক।

এ ব্যাপারে ভোলা সদর থানার ওসি ছগির মিয়াকে ফোন করলে তিনি জানান আমরা অভিযোগ পাইনি এখন পেয়েছি এমন অভিযোগ আমরা আরো পেলে সাথে সাথে প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যাবস্থা নিব। ঈদ উপলক্ষে মানুষের জানমালের কথা চিন্তা করে আমরা ভোলার প্রতিটি মার্কেট সহ বিভিন্ন অলি গলিতে পুলিশের সাদা পোষাকে সহ কয়েক টি টিম কাজ করছে বলে জানান ওসি ছগির মিয়া।

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।