ব্রেকিংঃ

ভোলায় উন্নয়ন মূলক মেগা প্রকল্পে চলছে দুর্নীতির মহা উৎসব

তানবীর আহমেদ দৌলতখানঃ

সরকার যখন দেশকে উন্নয়ন দিকে ধাবিত করে নিয়ে যাচ্ছে উন্নয়ন সিল রাষ্ট্রের কাতারে সেখানেই যেনো সকল উন্নয়ন কে বিনষ্ট করতে যেনো উঠে পড়ে লেগেছে দুর্নীতি বাজরা।
ভোলা ঘুইংঘার হাট বাজার থেকে দৌলতখান পশু- হাসপাতালের মোড় পযন্ত প্রায় ১১.৫ কিলোমিটার রাস্তা নির্মানের জন্য প্রায় ২৮ কোটি টাকা সরকারের বর্রাদ্দ দেয়। এই কাজটি আগামী মার্চ এপ্রিলের মধ্য বুঝিয়ে দেওয়ার কথা আছে।
সরেজমিনে এসে দেখা যায় নিম্নমানের সকল অবকাঠামো দিয়ে রাস্তা নির্মানের কাজ চলছে, রাস্তা প্রশস্ত ১৮ ফিট্ হওয়ার কথা থাকলেও অনেক যায়গায় তা ঠিক নেই,এবং বিভিন্ন জায়গায় পাইলিং দেওয়ার কথা থাকলেও তাও দেখা যায়নি, নেই কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড নেই কোন কাজের নিদর্শনা সাইনবোর্ডও।
রাষ্ট্রের এতো টাকার প্রকল্প যেনো দেখবাল করার নেই কোন কর্মকতা।
এই কাজটি পায় প্রভাবশালী ঠিকাদার প্রতিষ্ঠান শহিদ ব্রাদার্স।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।