ব্রেকিংঃ

দৌলতখান ভবানীপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত

তানবীর আহমেদঃ
দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় ডেলিগেট দের সরাসরি ভোটে মো. মফিজল ইসলামকে সভাপতি ও এফ.এম খায়রুজ্জামান ফয়সালকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী তিন বছরের জন্য |ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাফিজল ইসলামের সঞ্চালনায় ও ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আজম মুকুল।প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তখনই অবহেলিত এলাকার উন্নয়ন হয়। দৌলতখানে মানুষের প্রধান সমস্যা ছিলো নদী ভাঙন। বর্তমান সরকারের আমলে দৌলতখানের মানুষ সে সমস্যা থেকে মুক্তি পেয়েছে। এখন নদী শাসনে কাজ এগিয়ে চলায় মানুষের মধ্যে থেকে আতঙ্ক কেটে নিরাপত্তা বিরাজ করছে। বর্তমানে দৌলতখান মেঘনার ভাঙন রোধে চলমান ৫শ ৫১ কোটি টাকার সিসি ব্লকের কাজ। যা এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।এছাড়া, জলচাষের হাত থেকে রক্ষার জন্য দৌলতখান ভবানীপুর ও সৈয়দপুর ইউনিয়নে ৩২ কোটি টাকা ব্যয়ে একটি বেড়িবাঁধ ও সিসি ব্লকের কাজ চলমান রয়েছে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহম্মেদ খান, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধূরী প্রমুখ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।