ব্রেকিংঃ

“Covid-19 (করোনা) ভয় করি না”

লেখকঃ তানহা সাকিব খান।

ওহানের সূচনা,
আজ যত রচনা,
মৃত্যুর কষাঘাতে
আড়িপেতে করোনা।

ছোঁয়াছুঁয়ি ছোবলে
এ কেমন দংশন,
দাঁত ছাড়া কামড়ে
জাতি আজ অনশণ।

হাঁচি-কাশি কি বাহু ভাজে?
রুমাল কি বন্দি?
মৃত্যুকে ডাক দিয়ে
করছো কি ফন্দি?

বের হলে বাহিরে
মুখে তুমি পরো মাস্ক,
তিন ফুট দুরত্বে
কিছু কথা হবে যাস্ট।

সাবন টা হাতে নিয়ে
২০ সেকেন্ড কি ধুয়েছো?
জুতার তলি বয়ে
কি যেনো এনেছো?

পরনের কাপড়ে
শুয়ে আছে ভাইরাস,
শীঘ্রই মারো তুমি
ছিটিয়ে কবিরাজ।

এ কবিরাজ বানাতে
লাগে না কো বিদ্যা,
সচেতন মনোভাবে
ছড়িয়ে দেও শিক্ষা।

সেভলন পানি বা
পানিতে ব্লিচিং,
মিশিয়ে ছিটিয়ে
জল ফোটা রিমঝিম।

এলকোহলিক টাইপ
হ্যান্ড স্যানিটাইজার,
অযথা না বাহিরে
নিজ ঘরে সার্ভাইব।

কতকিছু খেয়েছো
পেট ভরে অন্ন,
চারিপাশে চোখ মেলো
অভুক্তদের জন্য।

যার কোন ঘর নেই
আছে তাবে সরকার,
যদি পারো দান করো
নিজ মনে পুরষ্কার।

শরীরেতে খুব জ্বর!
নামছে না ঠান্ডা!
গলাতে এটো ব্যাথায়
অনুভব কি মন্দা?

খুশখুশে কাঁশি যদি
আনে শ্বাসকষ্ট
সবকিছু মিলিয়ে
করোনা যদি স্বষ্ট!

ভয় নেই অচিরেই
আছো তুমি বাঁচিয়া,
হসপিটালের টেস্ট
বলে দিবে বুঝিয়া।

রেখোনা মনে মনে
না বলে লুকিয়া,
করো তবে খুনি তুমি
ভাইরাস ছড়াইয়া।

নিজে বাঁচো, নিজে মরো,
নিয়ম মেনে সচল,
সেই একটি ভুলের মাশুল,
বিশ্ব আজ অচল।

কত প্রাণ চলে যায়
লাশ কাঁধে কেউ নাই,
কান্না স্তব্ধ চোখে
লাশ ঘরেও ঠাঁই নাই।

হবো তবে সচেতন
দেশপ্রেমে নিবেদন..

“বুকে রেখে সাহস যত
অপচ্ছিন্ন কে বলি ‘না’,
যুদ্ধ জয় করা মোরা বাঙালী
Covid-19 (করোনা) কে
ভয় করি না।”

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।