ব্রেকিংঃ

নিশি রাতে কাদঁছো তুমি দরজা বন্ধ করে।।

নিশি রাতে কাদঁছো তুমি
দরজা বন্ধ করে
কান্না তোমার বৃষ্টি হয়ে
অঝোর ধারায় ঝড়ে।

বুকের ভিতর কষ্ট যখন
আগুন হয়ে জ্বলে
তোমার কষ্ট বর্জ হয়ে
আকাশ থেকে পরে।

কষ্ট তোমার পাথর হয়ে
নিঃশ্বাস যখন ছারে
বাতাস তখন ব্যকুল হয়ে
পরিনীত হয় ঝড়ে।

আমর জন্য তোমার কষ্ট
কষ্ট সারা ঘরে
ছেলের কষ্টে বুকের ভিতর
সুনামির ঢেউ তোলে।

মা’য়ের কষ্ট ছেলের কষ্টে
তোমার কষ্ট আমি,
কপাল দোষে পেলা তুমি
কষ্ট দেয়া স্বামী।

কষ্টর মান বিচার করলে
সেথায় দামী আমি
দেখাবো একদিন পাজোড় ছিড়ে
আমার কষ্ট খানি
রাগ করবেনা জানি।

___কষ্টের নেই শেষ __
–এম  রুহমান রবেল

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।