ব্রেকিংঃ

ভোলায় পশুর চামড়া বাজারে বেহাল দশা, সরকারিভাবে চামড়া সংগ্রহের দাবী ব্যবসায়ী নেতাদের।।

এম রহমান রুবেল।।

ভোলায় পশুর চামড়ার বাজারের বেহাল দশা।
আশানুরূপ দাম না ওঠায় এবার অনেক কোরবানীদাতা কমমুল্যে চামড়া বিক্রি না করে বিনামূল্যে দান করেছেন লিল্লাহ বোডিংয়ে।

চামড়ার বাজারের ধ্বস ঠেকাতে ধান সংগ্রহের মতো সরকারিভাবে চামড়া সংগ্রহের দাবী জানিয়েছেন ভোলার ব্যবসায়ী নেতারা।

শনিবার (০১ আগস্ট) দুপুর ১২টার পর ভোলার বিভিন্ন পয়েন্টে কোরবানীর পশুর চামড়া সংগ্রহকারীদের তৎপরতা শুরু হয়।
তবে অন্যান্য বছর প্রচুর সংখ্যক মৌসুমী চামড়া ব্যবসায়ীর আবির্ভাব হলেও গতবছর লোকসানের কারনে এবার তাদের তেমন দেখা যায়নি।

কোরবানীদাতারা জানান, অন্যান্য বছর ১ হাজার টাকায় বিক্রিযোগ্য গরুর চামড়ার এবার সর্বোচ্চ দাম ছিলো ২শ’ টাকা এবং বড় গরুর চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪শ’ টাকায়। এর মধ্যেও কিছু মৌসুমী ব্যবসায়ী অস্বাভাবিক দামে চামড়া কিনে ভোলার চামারপট্টি বিক্রি করতে গিয়ে লোকসানের শিকার হয়েছেন।
দাম কম থাকায় অনেক কোরবানীদাতা এবার চামড়া বিক্রিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

তারা ছওয়াবের আশায় বিভিন্ন মাদ্রাসা এবং লিল্লাহ বোডিংয়ে বিনামূল্যে চামড়া দান করেন।

এদিকে চামড়ার বাজারের ধ্বস ঠেকাতে সরকারিভাবে ধান চাল সংগ্রহের মতো সরকারের কাছে পশুর চামড়া সংগ্রহের দাবী জানিয়েছেন ভোলা চামড়া ব্যবসায়ী মালিক সমিতিবৃন্দ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।