ব্রেকিংঃ

শোক হোক ভোলা পৌরবাসীর অনুপ্রেরণার শক্তি-নকিব।

এম রহমান রুবেল।

আজ ১৫ই আগস্ট। শোকের এই দিনে বিনম্র শ্রদ্ধা ও শোক জানিয়েছেন ভোলা জেলা আওয়ামীলীগের কর্মীবান্ধব যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব।দৈনিক জনতার বানীতে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের নাম ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই কাল রাতে ঘাতক বাহিনী নির্মমভাবে সপরিবারে হত্যা করেছিল সদ্য স্বাধীন দেশের রাষ্ট্র নায়ক স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে সেদিন বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। নিষ্পাপ শিশু রাসেলের করুন আকুতিও গলাতে পারেনি ঘাতকদের পাষাণ হৃদয়। মুহূর্তের মধ্যে ঝাঁজরা হয়ে যায় ১৮ তাজা প্রাণ।”

তিনি আরো বলেন, ঘাতক বাহিনী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পারলেও, হত্যা করতে পারেনি বঙ্গবন্ধুর আদর্শকে। লোকান্তরে থেকেও তিনিই জাতির চলনে মননে নিরন্তর অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। তাই আগস্ট বেদনার মাস হলেও এই মাসেই শোককে শক্তিতে পরিণত করে বাঙালি তার চেতনাকে নতুন করে শাণিত করে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তার দেখানো সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে লাখো মানুষ। এক সময়ের আপবাদ দেয়া তলা বিহীন ঝুড়ি এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আমরাও আজ এই শপথে বলিয়ান হয়ে গড়ে তুলবো জননেতা তোফায়েল আহমেদের স্বপ্নের স্লিকন ভোলা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।