ব্রেকিংঃ

ভোলায় সাধারন মানুষকে করোনা থেকে সচেতন করতে রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকার মাস্ক বিতরন।।

স্টাফ রিপোটার : ভোলায় করোনা ভাইরাস সংত্রমনরোধে জনসচেতনতা সৃষ্টিতে পথচারি, ব্যবসায়ী ও রিক্সাচালকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে মাস্ক বিতরন করেছে রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকা।


বুধবার (১৭ সেপ্টম্বর) দুপুরে শহরের সদর রোডের বিয়ে বাজার চত্বরসহ বিভিন্ন পয়েন্টে এ মাক্স বিতরন করে ক্লাবটি।

এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস, রেডক্রিসেন্ট সম্পাদক আজিজুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, আলীনগর ইউপি চেয়ারম্যান বশির আহমেদ, রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকার সভাপতি খাদিজা আকতার স্বপ্না, সমন্বয়কারি মেজবাহ উদ্দিন শিপু। এসময় আরো উপস্থিত ছিলেন বিয়ে বাজার প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম, ডি বি সি নিউজ প্রতিনিধি অচিন্ত্য, আবৃত্তি শিপ্লি শারমিন জাহান শ্যামলী, দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা করোনা সংত্রমনরোধে রোটারি ক্লাবের কার্যক্রমটি প্রশংসনীয় উল্লেখ করে বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতা মাথায় রেখেই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, নিজের পাশাপাশি অন্যকেও সেচতেন করতে হবে।
এরআগে বন্যায় ক্ষতিগ্রস্থদের চাষীদের মাছের পোনা বিতরন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচীসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে ক্লাবটি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।