ব্রেকিংঃ

ভোলার উত্তর দিঘলদীতে কোন মাদক কারবারি, ইভটিজার ও ভূমিদস্যুর জায়গা হবে নাঃচেয়ারম্যান মনসুর।।

এম রহমান রুবেল

ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর ) বিকাল ৪ ঘটিকার সময় উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান লিয়াকত হোসেন এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হল রুমে উত্তর দিঘলদী ইউনিয়নের দায়িত্বরত বিট পুলিশিং এর দায়িত্ব প্রাপ্ত এস আই মোঃ জাফর ইকবালের এর নেতৃত্বে বিভিন্ন অপরাধ মূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকির তার বক্তব্য বলেন, পুলিশ জনগনের বন্ধু। পুলিশ জগনের শত্রু না। ভুক্তভোগী কোন দালাল না ধরে থানায় আসবে চা খাওয়াবো।
জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, জনগন কখন থানায় আসেন জানেন যখন দেখেন ইউনিয়নে ন্যায় বিচার পান না তখন।
তিনি বলেন, আমি আশা করবো আপনিরা ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার করলে থানায় জনগন যাবে না।
আপনিরা প্রতিটি ওর্য়াডের খোজ খবর নিন তাহলে বিভিন্ন অপরাধ কমে যাবে।

কোন পুলিশ যদি থানায় অভিযোগ ও সাধারন ডায়েরির নামে কোন টাকা নেয় তাহলে আপনিরা প্রমান দিতে পারলে তাকে পুরুস্কৃত করা হবে।
তিনি আরো জানান পুলিশ কেন ঘুষ নেবে। আপনিরাই বা কেন দিবেন দেখেন একবার ঘুষ না দিয়ে কাজ হয় কিনা না হলে আমি তো আছি তার পর দেখেন।
আপনিরা কোন হয়রানির স্বীকার হলে সরা সরি আমার কাছে চলে আসবেন। আমি দেখবো সব।

অযথা কোন দালাল ধরে থানায় আনবেন না কাউকে টাকা দিবেন না। ঘুষ লেন দেন থেকে সর্তক থাকুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
তিনি বলেন,পুলিশ কে টাকা না দিলে কোন অভিযোগ নেয় এবং সাধারন ডায়েরি করতে ও টাকা দিতে হয়।
তিনি ওসি সাহেব কে উদ্দেশ্য করে বলেন আমি জানি ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ তিনি বিষয়টি দেখবেন।

তিনি ইউপি চেয়ারম্যান কে ও বলেন আপনি জানেন আপনার এলাকায় কারা মাদক সেবন করে এবং এর সাথে জরিত কারা তাদের নাম তৈরী করে থানায় পাঠান তাহলে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হোসেন মনসুর বলেন,
ভোলার উত্তর দিঘলদীতে কোন মাদক কারবারি ইভটিজিংকারিদের ও পরের জায়গা দখলকারি এমন কোন ব্যক্তির জায়গা হবে না।

তিনি বলেন অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
আইনের চেয়ে অপরাধী বড় না। অপরাধ যেই করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউপির সদস্য ইমাম,জামাল ও স্থানীয় স্কুল কলেজ,মাদ্রাসার প্রধান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।