ভোলায় অসহায় জেলেদের মাঝে বকনা বাছুর তুলে দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুছ
এম রহমান রুবেল ॥ ভোলায় ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’- এর আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
রোববার ২৩ জুন দুপুরে সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শিলের সভাপতিত্বে সুববদাভোগী প্রাপ্তদের হাতে তুলে দেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুছ সালেহীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।
এসময় নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বকনা বাচুর বিতরনের পূর্বে সুবিধা ভোগী জেলেদের উদ্দেশ্য করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেলেদের ভাগ্য উন্নয়নের জন্য নানান উদ্যোগ নিয়েছেন। তাদের বিকল্প কাজ ও নিষিদ্ধ সময় জাটকা ধরা থেকে বিরত রাখার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। জেলেরা সরকারে দেয়া সহায়তা গ্রহনের মাধ্যমে ইলিশ সম্পদ রক্ষায় অবদান রাখবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।