ভোলায় রাজনীতির প্রতিহিংসার শিকার ইলিশার ছাত্রলীগ কর্মী মাসুম
স্টাফ রিপোর্টার:স্থানীয় রাজনীতির প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেন ভোলার পূর্ব ইলিশার ছাত্রলীগ কর্মী মাসুম মাঝি। মাসুম দাবী স্থানীয় রাজনীতিতে দুইটা পক্ষ থাকায় তার বিরোধীয় একটা পক্ষ সবসময় বিভিন্নভাবে তাকে ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে৷ তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ শে জুন) রাতে বাড়ীর কাছে মহসিন ঘরানীর বাড়ী থেকে রাত সাড়ে ৯টার দিকে টিউশনি শেষে নিজ বাসায় ফেরার পথে মাসুমের বাড়ীর কাছাকাছি আসলে নূরনবী, মনির, নিরব, খোকনসহ অজ্ঞাত দুই তিনজন যুবক জোরপূর্বক টেনেহেঁচড়ে বাগানে নিয়ে মারধর করে৷ পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অন্তরঙ্গ অবস্থায় একজন নারীর সাথে পেয়েছে বলে জানান তাদের। কিন্তু এই বিষয়ে অভিযুক্ত ঐ নারী কিছুই জানেনা বলে জানান।
ভুক্তভোগী মাসুম জানান, এই সময় রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে তাকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতেছে৷ পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠান। এবিষয়ে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন বলেও জানান৷