স্টাফ রিপোটার।।
ভোলায় বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং ব্যবস্থাপকদের অংশগ্রহনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৫ ডিসেম্বর) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে।
ভোলার সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি জামাল উদ্দিন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন কোষাধ্যক্ষ আরিফ হোসেন লিটন। আরও বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম ও মেজবাহ উদ্দিন শিপু।
সভায় বেসরকারি হাসপাতাল, ডায়াগনষ্টিক ও ক্লিনিক পরিচালনায় সমস্যা, অগ্রগতি এবং স্বাস্থ্য সেবার মান বাড়ানোর ব্যাপারে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ২ শতাধিক বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল