ব্রেকিংঃ

ইসলাম গ্রহন করলেন টানা ৭ বছর খ্রিস্টান ধর্ম প্রচার করা এই মার্কিন নারী আন্তর্জাতিক

এক সময় কট্টর খ্রিস্টান মৌলবাদী ধর্ম প্রচারক ছিলেন। টানা ৭ বছর ধরে করেছেন খ্রিস্টান ধর্মের প্রচার।কিন্তু শেষমেশ ইসলাম ধর্মের মহিমায় মুগ্ধ হয়ে হয়েছেন মুসলিম।

ওই নারীর নাম সুই ওয়াটসন। ইসলাম গ্রহণ করার পর নাম পরিবর্তন করে রাখেন খাদিজা ওয়াটসন। যক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম। ধর্মতত্ত্বের ওপর রয়েছে তার সর্বোচ্চ শিক্ষা ও গবেষণা।

ইসলাম গ্রহণ করা সম্পর্কে তিনি আরব নিউজকে বলেন, আমি একদিন এক নারীর সঙ্গে দেখা করি যিনি ইসলাম গ্রহণ করেন। আমি তাকে ইসলামের চোখে কিভাবে নারীদের দেখা হয় তা জানতে চাই।

আমি তার উত্তর শুনে অবাক হই যে নারীদের সমান ও শ্রদ্ধার চোখে দেখা হয় ইসলামে। এরপর আমি তার কাছে আল্লাহ এবং হযরত মোহাম্মদ (স.) সম্পর্কে জানতে চাই। এর জবাবে তিনি আমায় এক ইসলামিক সেন্টারে নিয়ে যান।

সেখানে তারা আমায় কিছু বই দিয়ে তা পড়তে বলে। তা পড়ে আমি মুগ্ধ হয়ে যাই। যতই এসব পড়তে থাকি আমার ইসলামের প্রতি মুগ্ধতা বাড়তেই থাকে। শেষমেশ ইসলাম গ্রহণ করি।

বর্তমানে খাদিজা তিনি সৌদি আরবের জেদ্দায় আল-হামরা এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক।

মার্কিন যুদ্ধাজাহাজ চলছে ইরানের অনুমতি নিয়ে!

পারস্য উপসাগর ইরােনর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সেখানে আমেরিকা যেসব যুদ্ধাজাহাজ পাঠিয়েছে তা ইরানের অনুমতি নিয়ে চলতে হচ্ছে বলে জানিয়েছেন দেশটির আইআরজিসি’র নৌ শাখার ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি।

বুধবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এ খবর জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্সট্যুডে। আলী ফাদাভি বলেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে।এখানে মার্কিন যুদ্ধজাহাজকে ইরানি সেনাদের কাছ থেকে অনুমতি নিয়ে চলত হয়।

পারস্য উপসাগর এবং হরমুজ প্রনালীতে মার্কিন সেনাদের অনুমতি নেয়া আমেরিকার একটি পরাজয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, হরমুজ প্রণালীর উত্তরাংশের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে।এখানে অবস্থানরত মার্কিন জাহাজের ক্রুরা ইরানি সেনাদের কাছ থেকে ফারসি ভাষা শিখে তারপর কথা বলে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।