ব্রেকিংঃ

বোরহানউদ্দিনে হামলা থেকে রক্ষা পেতে মসজিদে আশ্রয় নিয়েও রক্ষা পায়নি বিধবা নারী ও সন্তান

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে মাঠে কৈ জাল পাতা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে মসজিদ ঘরে আশ্রয় নিয়েও শেষ রক্ষা পায়নি এক বিধবা নারী ও তার সন্তান। ঘটনাটি ঘটেছে বোরহানউদ্দিন পৌরসভার ২ নং ওয়ার্ডে সোমবার সকালে। এ ঘটনায় হামলার শিকার সন্তান মফিজ বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
হামলার শিকার বিবি মরিয়ম ও সন্তান মফিজ জানায়, রবিবার দিবাগত রাতে তাদের বাড়ির সামনে তারা কৈ জাল পাতে । পরে প্রতিপক্ষ আঃ মন্নান, আল আমিন ও রাব্বি জাল থেকে মাছ চুরি করে নিয়ে যাচ্ছিলো। পরে তারা ডাক চিৎকার দিলে ওই চোরেরা সন্তান মফিজকে মারধর করে পালিয়ে যায়। সকালবেলা তারা বিষটি স্থানীয় কাউন্সিলরকে জানাতে রওনা দিলে কাউন্সিলরের বাড়ির নিকটে অটো স্ট্রান্ডে পৌছলে মন্নানগংরা তাদের উপর হামলা চালিয়ে এলোপাথারী মারধর করে। একপর্যায়ে হামলা থেকে বাঁচতে তারা পাসে মসজিদ ঘরে আশ্রয় নেয়। পরে মন্নানগংরা মসজিদ ঘরে ঢুকে মা ও সন্তানকে এলোপাথারী মারধর করলে ঘটনাস্থলের দোকানদারা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দোকানদার সেকান্তর মিয়া ও হারুন জানান, তারা কিছু বুঝে ওঠার আগেই মন্নানগংরা বিবি মরিয়ম ও তার সন্তানের উপর হামলা চালায়। তারা প্রান বাাঁচাতে মসজিদ ঘরে আশ্রয় নিলে সেখানেও তারা মারধর করে। এ ব্যাপারে মন্নানগংদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের এলাকায় পাওয়াযায় নি। থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানায়, একটি লিখিত অভিযোগ পেয়েছি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।