ব্রেকিংঃ

এই আকাশ শূন্য ভিষণ শূন্যে মেঘের জীবন।।

এই আকাশ শূন্য ভিষণ শূন্য মেঘের জীবন।আকাশ বড় অন্ধকার থাকে অন্ধকার থাকে তার জীবন।চাঁদ এসে আলোকিত করে আলোকিত করে আকাশের জীবন।ঠিক তেমনই করেই

প্রয়োজন হয় আমাদের
নির্দিষ্ট একটা মানুষেে জীবন ।কেউ তার,পুরো শহর কে

আলোকিত করে তুলবে গড়ে তুলবে সুন্দর এক জীবন।
ঠিক তেমনি করে প্রয়োজন হয়
তোমাকে রাখতে এ-ই জীবন আকাশ কাঁদে, সে তার মেঘ ছাড়া
রাত কাঁদে তার, তাঁরা ছাড়া আমিও কাদি ভিষণ তুমি ছাড়া
কেমন যেনো হয়েছে এই জীবন
প্রতি রাতকেই মনে হয়
আমার এক অন্ধকার ভুবন।আমি কত মানুষ দেখি তারা হাসে,দিন রাত তারা কতই না খুশি ।আমি কি হাসবো না কখনো তোমায় পেয়ে নাকি কেঁদেই কেটে যাবে

আনন্দ উল্লাসের স্মৃতি।কি হবে এ জীবনে খনিক সময় একটু হাত ধরে যদি বেঁচে থাকা যাই এ জীবন

তোমায় পেলে যদি কেটে যায়
তার আনন্দ উল্লাসের জীবন তুমি কাটিয়ে দিও,
তাকেই নিয়ে এ ভুবন।মানুষ বাঁচে বলো কতদিন

ভোর হলেইতো প্রহর চলে আসবে
প্রহর না এলেই মরণ।
তুমি ভেবে নিও খনিক সময়
আমি কাটাতে চাই হাত দরে
এ-ই জীবন।এই আকাশ শূন্য ভিষণশূন্য আমার মন তোমাকেই পেলে কেটে যাবে আনন্দ

উল্লাসের জীবন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।