ব্রেকিংঃ

স্বাধীনতা দিবস উপলক্ষে সোহরাব হোসেন ডলারের কবিতা”লাল সবুজ।।

“লাল- সবুজ”

মর্মে মর্মে গর্জে যখন,
দোয়েল সেনারা।
রক্তে তখন বেসেছিল পটভূমিটা।
ছিল না-গো দেশের খনি,
ছিল একটি মনের খনি।
তা দিয়ে কি যাবে কেনা লাল হীরেটা।
দামি দামি ক্ষেপণাস্ত্র,
যতই করো বাহানা।
হিরে আমি নেবোইগো কলিজাটা দিয়া।
লাল হীরেটা রাখব যখন,
সবুজ পাতাটায়।
বলবে তখন কি আর আমায়,
আমিতো এখন স্বাধীন।

লেখকঃ সোহরাব হোসেন ডলার — শিক্ষার্থী, একাদশ শ্রেণীর, বিজ্ঞান বিভাগ, চরফ্যাশন সরকারি কলেজ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।