সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব বরদাস্ত করা হবে না, ভোলায় জহির উদ্দিন স্বপন

স্টাফ রিপোটার।। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলির সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন – “৫ আগস্ট থেকে ৮ আগস্ট দেশে কোন সরকার ছিল না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে-নির্দেশে, তারেক রহমানের নির্দেশে, মহাসচিবের ব্যবস্থাপনায় বাংলাদেশে আমরা একটা অদৃশ্যমান সরকার চালিয়েছি।
আজ সোমবার দুপুরে ভোলা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জহির উদ্দিন স্বপন আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমাদের এখন জনগণকে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ। যত দ্রুত সম্ভব তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। যত দ্রুত জনগণের কাছে ব্যালট পেপার পৌঁছে দিতে পারব, তত দ্রুত তাদের হাতে তাদের রাষ্ট্রক্ষমতা বুঝিয়ে দিতে পারব। যারা ভোটে বিলম্ব করতে চায় তারা জনগণের হাতে বেলট পেপার দিতে চায় না। আমি তাদেরকে সতর্ক করতে চাই, জনগণকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকানা কুক্ষিগত করার চেষ্টা করবেন না। দেশের সকল সংকটের একমাত্র সমাধান হচ্ছে জাতীয় নির্বাচন।
তিনি বলেন, এই জাতীয় নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। আমরা শর্ত দিয়েছি অবাধ নির্বাচনের জন্য যে জরুরি সংস্কার দরকার, তা অবিলম্বে করতে হবে। আমরা এই সংস্কারের বিলম্বকে বরদাস্ত করব না।
তিনি আরো বলেন, যারা অপ্রয়োজনে সময় ক্ষেপন করতে চান তারা জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখতে চায়।
সমাবেশ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রাইসুল আলম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম,
বরিশাল বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, বিএনপির জাতীয় কমিটির সদস্য হায়দার আলী লেলিন,সদস্য জাতীয় নির্বাহী কমিটি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,
নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতীত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে।