ব্রেকিংঃ

ভোলা জেলা বিএনপির সম্পাদক হারুনর রশিদ ট্রুম্যান গ্রেফতার ॥ থমথমে অবস্থা বিরাজ

মো: আমির হোসেন ॥
ভোলা জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুনর রশিদ ট্রুম্যান কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ভোলা শহরের উকিল পারার বাসা থেকে থেকে তাকে আটক করা হয় । কি মামলায় তাকে আটক !/ গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত না করা গেলেও ধারনা করা হচ্ছে শুক্রবার সন্ধায় ভোলা জেলা বিএনপির একটি অংশের করা ঝটিকা মিছিল থেকে পুলিশ কে লক্ষ করে ককটেল নিক্ষেপ করার ঘটনায় তাকে আটক করা হতে পারে ।
পুলিশ সুত্রে যানা যায় , শুক্রবার সন্ধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ভোলা সদর রোডে মিছিল বের করে ভোলা জেলা বিএনপি । মিছিল চলা কালিন সময় তারা পুলিশ কে লক্ষ করে ককটেল বোমা নিক্ষেপ করে । এসময় মামুন , মাসুদ ,সজল , গোপাল নামে ৪পুলিশ সদস্য আহত হয় । এ ঘটানার পেক্ষিতে জেলা বিএনপির সম্পাদক হারুনর রশিদ ট্রমেন কে আটক করা হয়েছে ।
বিএনপি সুত্রে যানা যায় , শুক্রবার সন্ধায় শুক্রবার সন্ধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ভোলা সদর রোডে মিছিল বের করে ভোলা জেলা বিএনপি । মিছিলের পর বিনা উস্কানিতে রাত আনুমানিক ৯টার দিকে ভোলা শহরের উকিল পারার বাসা থেকে থেকে জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুনর রশিদ ট্রুমেন কে আটক করা হয় ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা জানিয়েছেন , শনিবার ১ সেপ্টেম্বর বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা র্বাষিকি উপলক্ষে যৌথ ভাবে র‌্যালি ও আলোচনার আয়োজন করে ভোলা জেলা ছাত্রদল ও জেলা যুবদল । কিন্তু বিষয়টিকে পন্ড করতে কে বা কারা যেন রাতের বেলায় পুলিশের উপর ইচ্ছাকৃতভাবে ককটেল হামলা করে ।
এদিকে আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা র্বাষিকি উপলক্ষে কোন মিছিল মিটিং সমাবেশ করতে পারেনি ভোলা জেলা বিএনপি । শুক্রবার রাতে জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুনর রশিদ ট্রুমেন কে গ্রেফতারের পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে । শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে বিএনপি নেতার্কমিদের খুজতে তল্লাসি চালায় । ফলে গ্রেফতার এড়াতে অনেকেই আত্বগোপনে আছেন ।
এদিকে আজ সকাল থেকে ভোলা সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামীলীগ নেতার্কমিরা । পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । ফলে থমথমে অবস্থা বিরাজ কররেছ ।রিপোর্ট লেখা প্রজন্ত কোন অপ্রিতিকর কোন ঘটনার সংবাদ পাওয়া যায় নি ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।