ব্রেকিংঃ

ধেঁয়ে আসছে বাংলাদেশের উপকূল দিকে আংসিক মহা শক্তিশালি ঘূর্ণিঝড় টিটলি

মোঃআরিয়ান আরিফ:

ধেঁয়ে আসছে দেশের দিকে আংসিক মহা শক্তিশালি বৃষ্টি বল ঢল১ ঘূর্ণিঝড় টিটলি সহ। সম্ভাব্য ৯ ই অক্টবর রাত হতে ১৩ ই অক্টবর বিকেল পর্যন্ত দেশের অনেক এলাকায় হতে পারে।আবহাওয়া অফিস জানায়,  বৃষ্টি বলয় ঢল ১ একটি অত্যন্ত শক্তিশালি মহা বৃষ্টি বলয় যা চলতি বছরের সবচেয়ে বড় আংসিক বৃষ্টি বলয় যা খুলনা বিভাগের দক্ষিন অংসে, বরিশাল বিভাগের সকল এলাকায় ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ভয়াবহ ভারিবর্ষণ ও ভারিবৃষ্টি ( একটানা) ঘটাতেপারে।বৃষ্টি বলয় ঢল চলাকালিন সময়ে তীব্র লাল চিহ্নিত এলাকায় ২৫০ থেকে ৪৫০ মি.মি. পর্যন্ত বৃষ্টি হতেপারে। >> দিঘা, ২৪ পরগনা, দক্ষিন কলকাতা সাতক্ষিরা, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, মাদারীপুর, শরিয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেণী, কুমিল্লা, ব্রাম্মনবাড়ীয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ও এর পার্শবর্তী এলাকায় হতে পারে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।