ব্রেকিংঃ

সব বিকল্পের বিকল্প আছে ভোলার উন্নয়নে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপির কোন বিকল্প নেই:- মইনুল হোসেন বিপ্লব

 এম রহমান রুবেল/ এম জামিল হোসেন :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে ১৬ নং চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটের কেন্দ্র কমিটি গঠনকালে মাননীয় বানিজ্য মন্ত্রী পুত্র ও বিমান পর্যটন মন্ত্রীর জামাতা ভোলা জেলা আঃলীগের সফল ও দক্ষ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেন, এই পশ্চিম ইলিশায় জনগন অনেক ভাগ্যবান তার কারন ইউনিয়নে জননেতা তোফায়েল আহমেদ তোদেরকে সব চেয়ে বেশি সুযোগ সুবিদা দিয়েছে।  ভোলা টু বরিশাল আশা যাওয়ার জন্য ফেরীর ব্যবস্থা থেকে শুরু করে , রাস্তাঘাট, ব্রিজ কালভাট, সাইক্লন সেল্টার, স্কুল, গভীর নলকুপ, মসজিদ, মন্দির বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্ত, প্রতিবন্ধি ভাতা সহ ঈদে অসহায়দের জন্য শাড়ি লুঙ্গি, শীতে কম্বল এবং মাননীয় প্রধানমন্ত্রীরর দেওয়া অসহায়দের জন্য আবসন প্রকল্পের বন্ধবস্ত করে দিয়েছেন বানিজ্য মন্ত্রী। বানিজ্য মন্ত্রী পুত্র বিপ্লব আরো বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বাসস্থান অন্যতম। বিএনপি জামাত জোট সরকারের আমলে মানুষের মাথা গোজার ঠাইটুকু ও ছিলনা। দ্রব্যমুল্য মূল্যের উর্ধগতির কারনে সাধারন মানুষ সেখানে না খেয়ে দিনাতিপাত করতে হতো। আজ যেখানে সহায় সম্বলহীন মানুষগুলো তৎকালিন বিএনপি জামাত জোট সরকারের কাছ বিনে পয়সা ঘড় আশা করা ছিল সপ্তম আশ্চ্যর্য্যের প্রদ্বীপ।সেইখানেই আজ মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত আবাসন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষগুলো শেষ আশ্রয় টুকু  তারা পেয়েছে। তাই ভোলার দৃশ্যমান উন্নয়নের জন্য  সব বিকল্পের বিকল্প আছে কিন্তু জননেতা তোফায়েল আহমেদের কোন বিকল্প নেই।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।