ব্রেকিংঃ

ভোলার যত দৃশ্যমান উন্নয়ন তা সব তোফায়েল আহমদের আবদান :-প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির

এম রহমান রুবেল :
ভোলার চারদিকে তাকালে অনেক সময় বিশ্বাস করা যায় না যে এটা ভোলা । এক সময়রের ভোলা আর বর্তমান সময়ের ভোলা রাতে দিনে তফাৎ। এই দৃশ্যমান উন্নয়নে যার অবদান, তিনি হলেন জিবন্ত কিংবদন্তী দ্বীপ জেলা ভোলার অভিভাবক ৬৯ এর মহানায়ক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আসন্ন সংসদ র্নিবাচন উপলক্ষে ভোলার বাপ্তা ইউনিয়নে নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে ভোলা শেখ ফজিলতুন নেসা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির এ কথা বলেন।
তিনি বলেন, আমি মইনুল হোসেন বিপ্লব এর দিকে তাকাইলেই দেখতে পাই ৬৯ এর নায়ক তোফায়েল ভাইয়ের চেহারার ছাপ। এ কথা না বললেই নয় , আমি ভোলার বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম বিপ্লব কে নিয়ে ভোলার তৃনমুল আওয়ামীলীগ কর্মি ও জনসাধারন অনেক খুশি । বিপ্লব তার কথা , ব্যাবহারের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছে । আমি বিপ্লবের মধ্যে আগামি দিনের তোফায়েল আহমদের পতিচ্ছবি দেখতে পাচ্ছি ।
তিনি আরো বলেন ,এই চৌমুহনি বাজারে একটি মসজিদ নির্মানের জন্য আন্দালিভ রহমান পার্থ সাহেব কে এখানে এনেছিলাম । কিন্তু তিনি মসজিদের জন্য কোন সহায়তা করেননি । তার পর আমি জেলা পরিষদ থেকে বরাদ্ধ নিয়ে এই মসজিদের কাজ আরাম্ভ করি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।