ব্রেকিংঃ

আত্ন মানবতার সেবায় অসহায়দের পাশে মানবতার প্রতিক হয়ে সফিকুল ইসলাম

এম রহমান রুবেলঃ
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গানটির কলির সাথে মিল রেখে আত্ন মানবতার সেবার মন মানু্ষিকতা নিয়ে ভোলার অসহায় নিপীরিত মানু্ষদের সেবা দিতে তাদের পাশে বিপদের ঠিক মুহূর্তে এসে দাড়িয়েছেন ভোলার সচেতন নাগরিক পরিষদের মুল অগ্র ভুমিকার অগ্র নায়ক সচেতন নাগরিক পরিষের জেলা সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম।
ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ভোলা সদর হাসপাতালে ২০০ শত রোগীর মাঝে ডেঙ্গু রোগ প্রতিরোধে তাদের মশারি বিতরন করা হয়।
১৫ ই আগষ্ট দুপুর ২ টার সময় সাবেক শিল্প – বানিজ্য মন্ত্রী ভোলা সদর ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর সুযোগ্য পুত্র তরুন উদয়মান নেতা ভোলার যুব সমাজের অহংকার ভোলা জেলা আঃলীগের তরুন দক্ষ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এর নিজ অর্থানায়নে ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদ মানবতার পক্ষে ডেঙ্গু থেকে বাচার জন্য হাসপাতালে রোগীদের মাঝে মশারি বিতরন করেন।
ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার এর সভাপতিত্বে ভোলা জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জহুলুল ইসলাম নকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু রোগী আক্রান্ত ও অন্যান্য ব্যক্তিদের মাঝে ও এই মশারি বিতরন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সভাপতি এড, নুরনবী, এবং এই মহান উদ্দেগ ও মানবতার পক্ষে কাজ করার সাহস যোগান মহান পরিকল্পনা কারি জেলা সচেতন নাগরিক পরিষদের সাধারন সম্পাদক, ভোলা আঃলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন, বাপ্তা আর্দশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
পরে সচেতন নাগরিক পরিষদের সাধারন সম্পাদক মুল উদ্দেগদাতা মোঃ সফিকুল ইসলাম,প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সিভিল সার্জন দের নিয়ে প্রতিটি ওয়াডে ওয়াডে সফিকুল ইসলাম রোগীদের মাঝে মশারি বিতরন করেন।
কর্মসুচিতে হাসপাতালের ওয়াডে ওয়াডে গিয়ে রোগীদের জানান দেন দিনে এবং রাতে মশারি ব্যবহার করার।
তিনি বলেন, রাতে এবং দিনে মশারি ব্যবহার করলে এবং সাথে বাসার আশে পরিস্কার পরিছন্নতা রাখলে ডেঙ্গু থেকে রেহাই পাওয়া যাবে বলে এমনটাই আশ্বাস্ত করেন ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।