ব্রেকিংঃ

বাপ্তা চরপোটকা প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরন অনুষ্টান অনুষ্ঠিত

এম রহমান রুবেলঃ উত্তর বাপ্তা
চর পোটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পড়া লেখায় ভালোভাবে মনোনিবেশ করার জন্য বাপ্তা ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি প্রকল্পের অর্থানে ২০০ শত স্কুল ছাত্র/ ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরন কার্যক্রম অনুষ্টিত।
সোমবার সকাল ১১ টার ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তার চর পোটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্টান অনুষ্টিত হয়।
বাপ্তা ইউনিয়ন পরিষদর সফল জনপ্রিয় চেয়ারম্যান ও ভোলা জেলা আঃলীগের প্রচার সম্পদাক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা আঃলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন।
প্রধান অতিথি মোশারেফ হোসেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা আজকে ছাত্র আগামি দিন তোমরা জাতির ভবিষৎ তাই আজ আঃলীগ সরকার তোমাদের পড়া লেখার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, তোমাদের ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব ও অনেক ভালো তোমরা তাকে চিন সে আজ তোমাদের কত সুন্দর ব্যাবস্থা করে দিয়েছে।
তিনি এলজিএসপি প্রকল্পের টাকা দিয়ে ব্রিজ কালবাট, রাস্তা নির্মান করার কথা কিন্তু আজ সেই দিকে তোমাদের চেয়ারম্যান ব্যায় না করে তোমাদেরকে পড়া লেখায় উৎসী করার জন্য তোমাদের হাতে আজ একটি ব্যাগ ৫০০ টাকা একটি টিফিন বক্স ১০০ টাকা দামের কত সুন্দর জিনিজ উপহার হিসেবে হাতের মুঠোয় তুলে দিয়েছেন। কত সুন্দর ব্যাবস্থা করেছে তোমাদের চেয়ারম্যান তোমাদের জন্য আমি ধন্যবাদ জানাই বাপ্তা ইউনিযনের চেয়ারম্যান বিপ্লব মোল্লাহকে।
তিনি আরো বলেন সরকার তোমাদেরকে বিনা পয়সায় পড়ালেখা করাচ্ছে কোন খরচ লাগে না তোমার বাবা মার এবং উল্ট সরকার তোমাদের শত ভাগ বিত্তি প্রধান করেন সরকার যাতে করে বাংলাদেশে কোন মূর্খ লোক না থাকে।
তিনি বলেন, সরকার আজ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্য উন্নত দেশের মধ্যে পরিনত হবে।
পরে অনুষ্টানের সভাপতি ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা অনুষ্ঠানের সমাপ্তের আগে প্রধান অতিথিকে লক্ষ্য করে বলেন, আমার নেতা জননেতা ৬৯ এর মহানায়ক সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের কাছে যা চেয়েছি তিনি তাই দিয়েছেন। আজ যেই স্কুলটি দেখছেন এই স্কুলটির ভবন, স্কুলে আসা যাওয়ার জন্য ছাত্র ছাত্রী ও মানুষের চলাচলের জন্য ব্রিজ চেয়েছি তিনি সব পূরন করেছে তিনি আরো বলেন, যে রাস্তাটি দিয়ে আমরা এ স্কুল ভবনে এসেছি এটি ছিল কাদায় ভর পুর এই রাস্তটি ও করে দিয়েছে আমার নেতা জননেতা তোফায়েল আহমেদ আমাদের কোন চাওয়াই তিনি অপূরন রাখেননি তিনি ভোলা সহ বাপ্তা ইউনিয়নটি শত বাগ বিদ্যুৎয়ানে রুপান্তিত করে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ৬ নং ওয়াডের ইউপি সদস্য নুর ইসলাম,

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।