ভোলার নতুন বাজারে হতদরিদ্রের মাঝে স্বল্প মুল্যে মেসার্স এলাহি ভান্ডারের পেয়াজ বিতরন
এম রহমান রুবেলঃ
ভোলার নতুন বাজার গোলচত্তরে হতদরিদ্রের মাঝে কেজি প্রতি ১০০ টাকা মুল্যে ১০০ জনের মাঝে ৫০০ গ্রাম করে ৫০ কেজি পেয়াজ বিতরন করা হয়।
বিতরন কার্যক্রম পরিচালনা করেন মহাজনপট্রির বিশিষ্ট্র ব্যাবসায়ী মের্সাস এলাহি ভান্ডার।
হতদরিদ্রের মাঝে এই পেয়াজ বিতরন কার্যক্রম অনুষ্টিত হয় সকাল ১১.৩০ মিনিটের সময়।
মেসার্স এলাহি ভান্ডারের এমন উদ্দ্যেগ্য হতদরিদ্রের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
হতদরিদ্র রিক্সাচালক মোঃ কামাল জানান দেশের এই সংকট মুহূর্তে পেয়াজের বাজারে আগুন ঠিক এই মুহুর্তে হতদরিদ্রেরর কথা ভেবে মেসার্স এলাহি ভান্ডার যে সহানুভূতি দেখেয়েছেন তা চির স্মরনীয় হয়ে থাকবেন এই বিশিষ্ট্র ব্যাবসায়ী প্রতিষ্টান ভান্ডার।