মা ছাড়া আর কেউ নেই আপন
যখনি পাই দুঃখ-ব্যাথা
কাঁদে মায়ের মুখ,
মা ছাড়া আর কেউ নাই আপন
আসুক যতই সুখ।
মা ছাড়া আর কে’বা দিবে
মুখে তুলে ভাত!
ইস্কুল বোঝাই ব্যাগটা ধরে
হাতে মিলিয়ে হাত।
হাজার জনম চাই যে তোমায়
আমার ও’গো মা,
যাসনে দূরে আমায় ফেলে একা
থাকতে পারি না।
দেখনা মা’গো গাইছি আমি
ঘুম পাড়ানি গান,
এখন আমি তোমারই মা
তুমি আমার সন্তান।।