ব্রেকিংঃ

৩০ই মে পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

নুরউদ্দিন আল মাসুদঃ

করোনাভাইরাসের জন্য সারাদেশে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা যাবে না বলে উল্লেখ্য করা হয়েছে প্রজ্ঞাপনে।

তবে ঈদ ও দেশের অর্থনীতির কথা চিন্তা করে আগামী ১০ই মে হতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে দোকান ও শপিংমল খোলা রাখার যাবে বলে প্রজ্ঞাপন জারি করে জনপ্রসাশন ও মন্ত্রীপরিষদ বিভাগ।তবে তা সকাল ৯ টা হতে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ জারি করা প্রজ্ঞাপনটিতে।

ইতিমধ্যে মাহে রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে আজ জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।তবে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

করোনাভাইরাস প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।