ব্রেকিংঃ

ভোলার ভেদুরিয়ায় এক নারীকে ইভটেজিং প্রতিবাদে রক্তাক্ত হয়ে হাসপাতালে নারী সহ ৫।।

স্টাফ রিপোটারঃ
ভোলার ভেদুরিয়া হেতনার হাট এক নারীকে বাসা থেকে ব্যাংকের হাট যাওয়ার পথের পথে ইভটেজিং প্রতিবাদ করতে গিয়ে এক নারী সহ ৫ জন গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহত সুখি জানানন, দীর্ঘদিন যাবত আমাকে আলাউদ্দিন মাঝি রাস্তায় বের হলে ই অনেক খারাপ খারাপ কথা বলা আমি প্রতিবাদ করতে চাইলে আমি আমার স্বামিকে ফোন করলে তারা হেতনার হাট ব্রিজে আসলে আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসী ভুমি দস্যু মাদক ব্যবসায়ী, জুয়ারি সন্ত্রাসী ছালাউদ্দিনের গ্রুপের সদস্য কালাম মাঝি, ছিদ্দিক মাঝি,কাদের মাঝি, মুসলেদ্দিন, শাহে আলম, মনির, মাইনুউদ্দিন গংরা রাস্তায় বের আমাকে এবং আমার স্বামি কুট্রি, আলামিন, আনোয়ার, রিয়াজ,কে পিটিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেয় পরে সেখান থেকে স্থানীয়রা তাদেরকে উদ্দার করে ভোলা সদর হাসপাতাল ভর্তি করান।

আহত সুখি জানান আমরা ভোলা থানায় অভিযোগ দিয়েছি আমরা ভোলা সদর হাতপাতালে ভর্তি রয়েছি ওসি স্যার তদন্ত সাপেক্ষা ব্যবস্তা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।
এদিকে সন্ত্রাসী ছালাউদ্দিন গংরা আবারো আমাদেরকে মারতে হাসপাতাল সহ বাসার সামনে ঘুরপাক করতে মারতে আমরা তাদের ভয়তে আতংকে দিনযাপন করতেছি।
সুখি জানান আমরা ভোলা থানার ওসি এনায়েত স্যার কে বিষয়টি জানিয়েছি।
এদিকে ছালাউদ্দিন গংদের সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে তাদের কে বাসায় পাওয়া যায়নি।

চেয়ারম্যান তাজল মাস্টার বিষয়টি দুঃখ জনক বলে তিব্র নিন্দা জানিয়েছেন।

ভোলা থানার ওসি এনায়েত বলেন, আমরা অভিযোগ নিয়েছি তদন্ত সাপেক্ষা ব্যবস্তা নিবো।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।