ব্রেকিংঃ

ভোলার শিবপুরে শীর্তাত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ।।

এম রহমান রুবেল।।

গত দুইদিনের প্রচন্ড শীতে কাবু হয়ে পরেছে এই শিবপুর ইউনিয়নের অসহায় শীর্তাত ও ছিন্নমূল মানুষ।

একটুখানি গরম কাপড়ের আশায় ছিন্নমুল ও অসহায় মানুষেরা ঘুরছে দ্বারে দ্বারে।


আর এই অসহায় শীতার্ত মানুষদের পাশে সরকার থেকে পাওয়া ৩ শত কম্বলের পাশাপাশি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন তার নিজস্ব উদ্যোগে আরো ৫ শত কম্বল বরাদ্দ করে মোট ৮ শত কম্বল অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে গরম কাপড় হিসেবে শনিবার ২২ জানুয়ারী সকালে রতনপুর ইউনিয়ন পরিষদ হল রুমে সকলকে মাস্ক পরিধান করে শারীরিক দুরুত্ব বজায় রেখে তিনি এ কম্বল বিতরণ করেন।

গরম কম্বল হাতে পেয়ে শীতার্ত মানুষদের মাঝে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।
আইনুল বেগম নামে ৭০ বছর বয়সী এক ব্যাক্তি জানান, একখান কম্বলের জন্য তিনি সকলের কাছে গেলেও কেউ তাকে সহযোগীতা করেনি। আজ কম্বল পেয়ে তিনি হাসিমুখে বাড়ী ফিরে যান। কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবক লীগের নেতা কর্মীরা।

শিবপুর ইউনিয়ন থেকে দুই বারের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন প্রতিবেদক কে বলেন, শীত নামার পর থেকে আমি নিজস্ব ব্যবস্থাপনায় অসহায় শীতার্তদের সাধ্যমত সহযোগীতা করে আসছি।

সুযোগ পেলে আরো বেশি করে মানুষদের সহযোগিতা করে যাবো। মানুষদের জন্যই আমি রাজনীতি করি,তাদের সেবা করতে পারলেই জীবন সার্থক হবে আমার।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।