কাচিয়া ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করেন জনতার চেয়ারম্যান নকিব।।
এম রহমান রুবেল।।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫২০ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে এ চাল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব ও ইউপি সদস্যবৃন্দরা।
কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব বলেন, জেলেদের চাল জেলে ছাড়াও অনেকে পায়। এবছর প্রকৃত জেলে পরিবারের তালিকা বাছাই করে জেলেদের জীবনযাত্রা নির্বাহের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করেছি।