ব্রেকিংঃ

হতাশা থেকে মুক্তি পেতে চলেছে ভোলার চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা

শিক্ষানবিশ রিপোর্টার:দেশের সরকারি, বেসরকারি চাকরি, বিসিএস, প্রাইমারী, ব্যাংক, নন ক্যাডার, এনএসআই ও শিক্ষক নিবন্ধন সহ সকল নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিতে ভোলায় গড়ে উঠেছে বিশেষ কোচিং Career Mentors। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে তিন বিভাগে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে ভোলা শহরের মাসুমা খানম স্কুল ক্যাম্পাসে চাকরি কোচিং Career Mentors’ আয়োজন করেছে প্রাইমারী চাকরী পাওয়ার উপায় বিষয়ক ফ্রি সেমিনার ও নতুন ব্যাচের ওরিয়েন্টিশন ক্লাস। সেমিনারে চাকুরী প্রত্যাশী প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীগন অংশগ্রহন করেন।এ সময় সেমিনার ও ওরিন্টেশন ক্লাসের প্রধান আলোচক সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও Career Mentor’s এর পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাইমারিতে সফল হতে হলে পূর্বের প্রশ্ন এনালাইসিস করে ধারাবাহিকভাবে পড়তে হবে এবং ইংরেজি ও গণিতে পারদর্শী হতে হবে। বিশেষ আলোচক সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন, Career Mentors’ ভোলার চাকুরী প্রত্যাশীদের জন্য এক আস্থার প্রতিষ্ঠান। গত বছর ৬ই জুন প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরিক্ষায় ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ জন মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ হয়। পরে একই বছর ১৪ই ডিসেম্বর প্রকাশিত হওয়া চুড়ান্ত ফলাফলে এই কোচিং থেকে ২৭জন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করে। যা ভোলায় এককভাবে কোনো জব কোচিং সেন্টার থেকে সর্বোচ্চ। তোমরা কোচিংএর পরিচালক রোকন স্যারের গাইডলাইন মেনে চলো, আমি আশা করি সফল হবেই। এছাড়াও অতিথি আলোক হিসেবে ছিলেন Career Mentor’s থেকে সদ্য চাকুরী প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থী, ভোলা জেলা হিসাবরক্ষণ অফিসের জুনিয়র অডিটর ননী রায়, দক্ষিন মধ্য চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নন্দিতা দাস, ১৮৪ নং উত্তর চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ বেগম প্রমুখ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।