বরিশাল রেঞ্জের ডিআইজি হলেন,ভোলার কৃতি সন্তান হারুন উর রশিদ হাযারী।।
স্টাফ রিপোর্টার।।বরিশাল রেঞ্জের ডিআইজি হলেন,ভোলার কৃতি সন্তান হারুন উর রশিদ হাযারী।
মঙ্গলবার তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম ও র্যাব এর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
পুলিশের ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তা হারুন উর রশিদ হাযারী গত ৭ আগস্ট ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
১৯৯৮ সালে পুলিশে যোগদান করেন হারুন উর রশিদ হাযারী। পুলিশের ১৭ ব্যাচের মেধা তালিকায় তার অবস্থান তৃতীয়। এর আগে তিনি নোয়াখালী ও ফেনী জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার ছিলেন।
উল্লেখ্য, ডি আই জি হারুন-উর রশিদ হাযারী ভোলা জেলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাতাব্বর বাড়ির মরহুম হাজী ইয়াসিন সাহেবের ৩য় পুত্র। তিনি ১৯৮৫ সালে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স ও মাস্টার ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭ বিসিএস এর মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন।