অতি জোয়ারে প্লাবিত ভোলার ইলিশা ফেরিঘাট।।
স্টফ রিপোটার।।জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না তারা।বুধবার ( ২১ আগস্ট) বিকেলে মেঘনা নদীর পানিতে ইলিশা ফেরিঘাট তলিয়ে থাকতে দেখা গেছে। অপেক্ষাকৃত নিচু স্থানে ঘাট নির্মাণের কারণে গত কয়েকদিন ধরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ঘাটের শ্রমিকরা।জানা গেছে, ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস।কিন্তু ইলিশা ফেরিঘাট জোয়ারে তলিয়ে যাওয়ায় কোনো যানবাহন ওঠানামা করতে পারছেনা ফেরিতে। প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল।ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না শ্রমিকরা। আর দিনের বেশিরভাগ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অতি দ্রুত ঘাটে সংস্কারের দাবি তোলেন তারা।
ফেরির অপেক্ষা থাকা একাধিক ট্রাক চালকরা বলেন, অতি জোয়ার হলেই পল্টনে উঠার গেংওয়ে তলিয়ে থাকে। এতে এক প্রকার ঝুঁকি নিয়ে মালবাহী যান নিয়ে ফেরিতে উঠতে হয়। আমরা চাই শিগগিরই এটির সংস্কার করা হোক।
বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বাংলার কন্ঠকে জানান, অতি জোয়ারের পানিতে ফেরিঘাট তলিয়ে ছিলো। বাটা সময় আবার সেই পানি নেমে গেছে। এতে জোয়ারের সময় ফেরি চলাচল বন্ধু ছিলো পরে সচল হয়েছে।