ইউনিয়ন ডিজিটাল সেন্টার জাতীয়করণের দাবীতে ঢাকায় অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক।।সারাদেশে চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োজিত কর্মীদের চাকুরী জাতীয়করণ ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে ঢাকায় আইসিটি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
২২ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশের প্রায় আট হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মীরা সংঘবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমন্বয়ক ঐক্য পরিষদের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এসময় বক্তারা, অতি দ্রুত বৈষম্য বিরোধী ইউনিয়ন ডিজিটাল সেন্টার তথা জাতীয়করণ ও রাজস্ব খাতে স্থানান্তরের জোর দাবি জানান।
উল্লেখ্য, ২০০৭ সালে চালু হওয়া এ কার্যক্রম ২০১০ সালের ১১ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রশাসক একযোগে দেশের ৪৫৭৮ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার কার্যক্রমের উদ্বোধন করেন।