ব্রেকিংঃ

জিটিভির নিউজ রুম এডিটর সারাহ-র মৃত্যু ঘটনার সুষ্ঠু তদন্ত হোক

স্টাফ রিপোটার।। বেসরকারি টেলিভিশন গাজী টিভির নিউজ রুম এডিটর সারাহ রাহনুমার মরদেহ রাজধানীর হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তিনি রাত ৮টা পর্যন্ত অফিস করে বাসায় ফিরছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ঘটনাটির সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।

এক শোক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

মৃৃত সারাহ নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদারের ছোট কণ্যা (সংবাদ বিজ্ঞপ্তি)।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।