স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি
স্টাফ রিপোটার।। স্ত্রীকে ফিরে পেতে আকুতি জানিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন আবদুস সালাম নামে এক স্বামী। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া গ্রামে।
সালাম জানায়, ২০১৫ সালের পাশ্ববর্তী মতপুর গ্রামের নুরু মোল্লার মেয়ে মনজুয়ারার সাথে বিয়ে হয় তার। এরপর উভয়ের মধ্যে নানা মতবিরোধ ঘটেছে। তবে আমরা একে অপরকে এখনো ভালোবাসি। কিন্তু গত কয়েকদিন আগে মনজুয়ারার ভাই আব্দুল হাকিম, আব্দুর রহিমসহ কয়েকজন মিলে আমার ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়ে মনজুয়ারাকেও নিয়ে যায়।
এদিকে স্ত্রীকে ফিরে পেতে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান সালাম। তবে এখনো কোনো প্রতিকার না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা পিবিআই উপ পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম জানান, মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।