ব্রেকিংঃ

ভারতে রাসূল (সঃ) কে কটুক্তি এবং বিজেপির সাংসদ কর্তৃক ভারতীয় মুসলিমের হুমকির প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোটার।। ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (স) কে কটুক্তি এবংবিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হুমকি দেওয়ার প্রতিবাদে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের শান্তির হাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মুসল্লিরা । রবিবার বিকালে আসর বাদ দক্ষিণ দিঘলদী শান্তির হাট বাজার এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দক্ষিণ বালিয়া শান্তির হাট মাদ্রাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ বালিয়া বারআনি কাচারী কওমি মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আফজাল হোসেন, শান্তিরহাট বাজার পূর্ব পাড় মসজিদের খতিব মাওলানা হাফিজুল্লাহ, দক্ষিণ বালিয়া মোহাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আলাউদ্দিন, মিয়ার হাট বাজার মসজিদের খতিব মুফতি নোমান কাসেমী, দক্ষিণ বালিয়া শান্তির হাট কাওমি মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা কবির আহমেদ প্রমুখ । বিক্ষোভ মিছিল ও সমাবেশের সঞ্চালনা ও সার্বিক দায়িত্ব পালন করেন দক্ষিণ বালিয়া শান্তির হাট মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল জব্বার, মুফতি হাসান ও বেরিরমাথা মাদ্রাসাতুল আখিয়ার মুতামিম মুফতি ইব্রাহিম।

বিক্ষোভকারীরা শাতিমে রাসুল পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে বিচার দাবি করেন। তারা বলেন রাসুল সাঃ এর নামে কটুক্তি করা, ব্যঙ্গ করা ক্ষমার অযোগ্য অপরাধ। কোন মুসলিম রাসুল সালাম এর নামে কটুক্তি বা খারাপ কথা সহ্য করতে পারে না। অবিলম্বে যদি এই শাতিমে রাসূলের বিচার করতে হবে। যদি বিচার না করা হয় তাহলে ভারতের মুসলিম সমাজের সাথে বাংলাদেশের তৌহিদী জনতা ঐক্যবদ্ধভাবে এই শাতিমে রাসুল ও তার সহযোগী বিজেপি সরকারে বিরুদ্ধে উচিত জবাব দিবে।
মিছিল শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।