ভোলায় বকেয়া টাকা চাওয়ায় মার্কেট মালিককে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় বকেয়া টাকা চাওয়ায় মার্কেট মালিককে কুপিয়ে জখম করার খবর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ই অক্টোবর) রাত ১১টার দিকে কাজী মার্কেটের ভিতরে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারে কাজী মার্কেট মালিক সুজন কাজীর সাথে দোকান ভাড়াটিয়া রুবেলের সাথে এ ঘটনা ঘটে।
কাজী মার্কেটের স্বত্বাধিকার সুজন কাজী বলেন, দোকান ভাড়াটিয়া রুবেল দীর্ঘদিন দোকানের ভাড়া টাকা না দিয়ে আসছে। বিভিন্ন সময় চেয়েও ভাড়া টাকা না দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভাড়া টাকা চাইলে উত্তেজিত হয়ে যায় ভাড়াটিয়া রুবেল। একপর্যায়ে তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে সেই ঘটনার সূত্রপাতে ওই দিনই রাত ১১টার দিকে কাজী মার্কেটের ভিতরে পরিকল্পিতভাবে সুজন কাজীর উপর হামলা চালায়। হামলার সময় ভাড়াটিয়া রুবের গংদের হাতে ধারালো দাঁ দিয় কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। হামলার খবর পেয়ে সুজন কাজীর মা মোসাম্মদ নূর জাহান বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে মাথার বিভিন্ন যায়গায় গুরুতর জখম করে। সুজন কাজী ও তার মা নূরজাহান বেগমের মাথায় ৮/১০ টাকা করে সেলাই করতে হয়েছে। এছাড়াও ঘটনার সময় ডাকচিৎকারের খবর পেয়ে মোঃ মিরাজ কাজী, মোঃ রনি, মোহাম্মদ রানা, মোঃ মিজান ও মোঃ ইকবাল হোসেন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে শরীরের বিভিন্ন যায়গায় নিলাফুলা জখম করে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। বর্তমানে তারা সবাই ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হলেন, মোঃ সুজন কাজী, মোসাম্মদ নুর জাহান বেগম, মোঃ মিরাজ কাজী, মোঃ রনি, মোহাম্মদ রানা, মোঃ মিজান, মোঃ ইকবাল, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোঃ রিয়াজ কাজী। তারা সবাই ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শাহমাদার নামক এলাকার স্থানীয় বাসিন্দা।
অভিযুক্তরা হলেন, মোঃ রাকিব শান্ত, মোঃ রুবেল, মোঃ জুয়েল, আঃ জলিল, মোঃ ইউসুফ, মোঃ রাব্বি, পিতা মোঃ ইউসুফ, মোঃ শাকিল, মোঃ মিজান, মোঃ ফয়েজ প-িত, মোঃ রাকিব, মোঃ সাদ্দাম, মোঃ সাব্বির, মোঃ মনির, মোঃ শরীফ প-িত, মোঃ শাহজাহানসহ অজ্ঞাত আরো ১০/১৫ জন, তারা সবাই ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শাহমাদার নামক গ্রামের স্থানীয় বাসিন্দা।
এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আত্মগোপনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটাওয়ারী বলেন, এ ব্যাপরে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।