ব্রেকিংঃ

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ভোলার দৌলতখানে যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, ছয়টি কার্তুজ এবং চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে। বৃহ¯পতিবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায় উপজেলার চর নেয়ামতপুরে অভিযান চালিয়ে একটি ধানক্ষেত থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ভোলা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন যাবত ভোলার দৌলতখান উপজেলার চর নেয়ামতপুরে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং কোষ্টগার্ডের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চরের একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান, ছয়টি কার্তুজ এবং চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।