ব্রেকিংঃ

৫৩ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভোলার সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার সহধর্মিণীর বিরুদ্ধে দুদকের মামলা।

স্টাফ রিপোটার।। ৫৩ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের ঢাকা-১-এ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলি দায়ের করা

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুন্নবীর বিরুদ্ধে ৫১.০৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এছাড়াও, তার ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টে ২০৮.৭০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

ফারজানা চৌধুরীর বিরুদ্ধে ২.৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।