ব্রেকিংঃ

ভোলায় খেয়াঘাট সংলগ্ন বাড়িতে অগ্নিকাণ্ড, কোস্ট গার্ডের তৎপরতায় নিয়ন্ত্রণ

মোঃ হাসনাইন আহমেদ,ভোলা |ভোলা সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কোস্ট গার্ড বেইস ভোলা সংলগ্ন খেয়াঘাট এলাকার মো. মিজান নামের এক ব্যক্তির বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলা থেকে দ্রুত একটি অগ্নি নির্বাপনী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ এবং স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কোস্ট গার্ডের দ্রুত হস্তক্ষেপের ফলে পার্শ্ববর্তী পাঁচটি বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায় এবং জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ধারণা করছে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে লেগেছে আগুন‌। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।