ভোলায় নৌ বাহিনীর যৌথ অভিযানে পিস্ত’ল ও দেশীয় অ’স্ত্র সহ ২জন আটক |

মোঃ হাসনাইন আহমেদঃসারা দেশের মতো ভোলা জেলায়ও সন্ত্রাস নির্মূলে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। তারই অংশ হিসেবে দীপজেলা ভোলার সদর উপজেলাধীন রাজাপুর ইউনিয়নে সন্ত্রাস বিরোধি একটি বিশেষ অভিযান চালায় নৌবাহিনী ও র্যাব সমন্বয়ে যৌথ বিহিনী।
শনিবার ১ ফেব্রুয়ারী নৌবাহিনীর ভোলা জেলা কমান্ডারের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বাহিনীটি। দুপুর ১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নৌবাহিনীর অপারেশন অফিসার লেঃ এন এম সারোয়ার জাহান বলেন, “ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ১ ফেব্রুয়ারি মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর রাজাপুর ইউনিয়ন্থ শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন(২৮) ও হাসান(৩৮)কে অস্ত্রসহ আটক করে।
সন্ত্রাসী গিয়াস উদ্দিন রাজাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ শ্যামপুর এলাকার মৃত ছালেউদ্দিন আহমেদ মাঝির ছেলে এবং হাসান একই এলাকার আব্দুল মালেক ব্যাপরীর ছেলে।
এ সময় সন্ত্রাসীদ্বয়ের কাছে থাকা ০১ টি দেশীয় পিস্তল, ০২ রাউন্ড কার্তুজ, ০১টি পাইপগান (একনালা), ০১টি চাপাতি ও ০১টি ছুরি, ০৫টি মোবাইল, ০১টি ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামাদি উদ্ধার করে যৌথ বাহিনী। তিনি আরো বলেন,”উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর এরূপ যৌথ অভিযান চলমান থাকবে”। এ সময় র্যাব এর ভোলা জেলা কমান্ডার লেঃ মোঃ শাহরিয়ার রিফাত অভি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
