ব্রেকিংঃ

ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ

স্টাফ রিপোটার।। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনের সাবেক এমপি তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা তার বাসার সামনে হ্যান্ডমাইকে স্লোগানের তালে তালে “জয় বাংলা” গান বাজিয়ে নাচতে থাকে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডের “প্রিয় কুটির” নামের বাসভবনে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত পৌনে ১টার দিকে প্রায় দুই থেকে তিন শতাধিক বিক্ষুব্ধ জনতা তোফায়েল আহমেদের বাসা ভাঙচুর চালায়। এসময় বিক্ষুব্ধ জনতা বাসার ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে সড়কে এনে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বাসায় দোতলা ও নিচতলায় আগুন দেয় তারা। পরে তাদের মধ্য থেকে একটি দল সড়কে হ্যান্ডমাইকে “জয় বাংলা” গান বাজিয়ে নাচতে থাকে ও গানের তালে তালে জয়বাংলা স্লোগান দিতে থাকে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর তোফায়েল আহমেদ এ বাড়িতে থাকেননি। তিনি বেশিরভাগ সময় বাংলাবাজারের বাড়িতে অবস্থান করতেন।

এ বিষয়ে জানতে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

তোফায়েল আহমেদ ভোলা শহরের এই বাড়িটি তার একমাত্র সন্তান ডা. মুন্নির নামে লিখে দিয়েছেন বলে জানা গেছে। এরপর বাড়িটির নাম “প্রিয় কুটির” রাখা হয়েছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।