ভোলায় আসছেন সাবেক সাংসদ আলী আজম মুকুল

স্টাফ রিপোটার।। আগামীকাল ভোলায় আসছেন আওয়ামীলীগ দলীয় এমপি সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা আলী আজম মুকুল।
সুত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি রবিবার ভোলায় আসছেন আলী আজম মুকুল।
তবে এ সফরে সংসদীয় আসনে যাওয়া হবে না তার।এবার তিনি আসছেন বন্দী হয়ে ভোলার আদালতে রিমান্ড শুনানির জন্য।
গত ৩ ফেব্রুয়ারি ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক হোসাইন আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি রাখলে, পি ডব্লিউ পেয়ে সাবেক এমপি আলী আজম মুকুলকে ভোলার আদালতে আনার বন্দোবস্ত করেছেন জেল কর্তৃপক্ষ।সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার ৯ ফেব্রুয়ারি সকালেই রিমান্ড শুনানির জন্য আলী আজম মুকুলকে হাজির করা হবে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
উল্লেখ্য যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মিরপুরে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নাহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
১৪ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।দুপুরের পর আলী আজমকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানা-পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আল আমিন তালুকদার কারাগারে আটক রাখার আবেদন করেন।অন্যদিকে আলী আজমের আইনজীবী জামিনের আবেদন করেন।আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পরবর্তীতে রিমান্ড চাইলে তা মঞ্জুর করেন আদালত প্রেরন করেন।